নির্লজ্জ প্রেমী
- মুহাম্মাদ শরিফ হোসাইন

আড়ালে এসেই বলি
এবার ফুল দিবো তুলি।
তার সামনে আসি কেবলি
এসেই,ভুলে যাই সবি।

আঁখি,অপলক যখনি
যখনি শান্তি মানেই তুমি
আমি কেবল তখনি
তোমার নির্লজ্জ প্রেমী।
ওগো আমি..
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ...
আমি,তোমার নির্লজ্জ প্রেমী...

কিসের কি!

(হ্যালো হ্যালো হ্যালো হ্যালো...
ইসরে...এইবার,ও আমায় নিষ্পেষ করে দিলো।)

অনেকেই আজকাল জিজ্ঞেস করে?
ভাই,প্রেম কি আগের মতোই করেন?
কখনো এখানে!কখনো ওখানে?
আমি বলি,ভাই সময় নেই।
কেও বলে,কিছুতো হারিয়েছো নিশ্চয়ই?
আমি বলি,কাওকে হারিয়ে ফেলিনি।
কেও বলে,মেয়ে পাও কৈ?
যদি তোমার মনে কেওই না থাকে!
আমি বলি,মেয়ে এসে কল্পনায় আমায় বলে,এই বাবু!তুমি লিখ।
কেও বিশ্বাস করে না।
আমিও করি না,সত্যিই করি না।
কেন করবো?আমার কল্পনায়তো কেও আছে হয়তো...
যে আসবে,হাঁসবে...আমায় গ্রহন করবে।
কল্পিত মানবীকে আমন্ত্রন রইলো,
আধুনিক মুঠোফোনে আমার ঘুম ভাঙানোর।
এ রাতে বড় শীত-শীত লাগে এখন।
('হ্যালো হ্যালো হ্যালো হ্যালো..'
-এই চারটা শব্দ একসাথে বলে গেলে কতো মধুর লাগে শুনতে,
হয়তো জানা হতো না।যদি আমার ভুভু আলফি'র কাছ থেকে না শুনতে পারতাম!ভুভু,আপনার কাছে ঋণী রইলাম।
এইখানে ব্যবহার করেছি বলে,
হ্যালো হ্যালো হ্যালো হ্যালো..ভুভু ঋণী রইলাম।)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।