দুষ্ট ছেলে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

দুষ্ট ছেলে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ০৩-০২-২০২৫ ইং
স্থানঃ রাওনাট, কাপাসিয়া, গাজীপুর।
*******************
চেতন হারা তুই দুষ্ট ছেলে স্বাধীন মায়ের কোলে,
কোন মন্ত্রে আজ ছুটলি তুই আপন রক্ত ভুলে?

আয় ফিরে আয় দুষ্ট ছেলে মায়ের আঁচল তরে,
জন্ম যে তোর রক্ত নদী কেমনে ভুলিস তারে!
লক্ষ শহীদ- সভ্রম হারার অশ্রু জলে আঁকা,
লাল-সবুজের বিজয় কেতন সম্মুখে তোর রাখা।

কোন নামে বল ডাকবো তোরে স্বাধীন মায়ের ঘরে?
পথ ভোলা তুই কেমনে হইলি দেশদ্রোহী নাম ধরে!
আজ যে শুধু চরম দুঃখে কান্না উথলে বুকে,
দুষ্ট ছেলে ডাকতে তোকে মনটা কাঁদে দুঃখে।

চেতন হারা তুই দুষ্ট ছেলে স্বাধীন মায়ের কোলে,
ওরে,তোর আঘাতে অশ্রু ঝরে হৃদয় ভূমির কূলে।
-------------------------------------------


০৩-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।