ধূসর রাত্রি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

ধূসর রাত্রি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ০৪-০২-২০২৫ ইং
স্থানঃ রাওনাট, কাপাসিয়া, গাজীপুর।
*******************
বঙ্গে ধূসর রাত্রি!জননীর প্রহরীরা সাবধান!
মাতৃকার বুকে সঞ্চিত ব্যাথা অশ্রু ঝরা ক্রন্দন।

ক্ষেপিয়া উঠিছে বঞ্চিত বুকের পুঞ্জিত অভিমান,
কই তোরা আয় গর্জিয়া উঠ চালা’রে অভিযান।
গ্রাসিয়াছে দেশদ্রোহী চাঁদাবাজ নাতি পুতি দোসর,
রচিতে হবে বিপ্লবী সমর দিতে হবে বজ্র হুঙ্কার!!

স্বাধীন জাতি বিভক্ত হইয়া ডুবিতেছে রক্ত গঙ্গা,
জানে না তাহা শ্রেষ্ঠ সন্তান কারা হইতেছে চাঙ্গা।
দোসর কান্ডারী ধরিয়াছে কল্লা সন্দেহ জাগে আজ,
জিজ্ঞাসে নাহি কোন জন !চলিতেছে কোন কারুকাজ!

ধূসর রাত্রি! গিরি সংকট,পশ্চাৎ পথে ভীরু যাত্রীরা,
স্বাধীন তরী ডুবিতেছে আজ, মরিবে কি মাঝ-পথ
দিশেহারা! দিশেহারা!
কই তোরা আয় গর্জিয়া উঠ নে’রে জাতির মহাভার,
তোরা মা’কে গ্রাসিয়াছে ওরা লাল-সবুজের প্রান্তর।
--------------------------------------------


০৪-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।