পৃষ্ঠপোষকতায়ঃ
- মোঃ আমিনুল এহছান মোল্লা

পৃষ্ঠপোষকতায়ঃ
আমার অনুজ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা এক প্রতিভাবান উদিয়মান কবি হিসাবে ইতিমধ্যে রাত্রির ধূসরতা কেটে পূর্ণির ডানা মেলে দুরন্ত ছুটে চলেছে এক আলোর মিছিলে। যেখানে রয়েছে মানব মুক্তির দৃঢ় সম্মতি।কবিতার প্রতিটি চরনে চরনে আমি খুঁজে পেয়েছি সভ্যতার পদধ্বনি কিংবা উদিত সূর্যের সোনালী আভা, যা পৃথিবীর বুকে যুগ হতে যুগান্তরে দিয়ে যাবে আলোকের তীর্য্ক রশ্নি ঠিক যেমন মাস্তুলের পাঞ্জেরী উত্তাল সমুদ্রে নাবিককে পথ দেখায় সার্থ্ক নোঙ্গরে। কবির রচিত “স্মৃতির আলপনা” কাব্য গ্রন্থে আমি পেয়েছি আবদ্ধ ঝিনুক হতে অতুল্য উজ্জ্বল মুক্তার দানা্,কিংবা কাশ ফুলের শুভ্রতায় মানবিক মূল্যবোধের নন্দিত আলপনা। এখানে পৃথিবীর সব ধ্বনিরা জেগে উঠেছে সাম্যে- বিপ্লবে, মানবিক আহ্বানে, ধর্মিয় মূল্যবোধে কিংবা দেশ চেতনার কঠরতম বন্ধনে।

আমি কবির অদম্য প্রয়াসে রচিত “স্মৃতির আলপনা” কাব্য গ্রন্থটি পুস্তক আকারে প্রকাশ করার জন্য কবিকে অনুপ্রাণীত করি এবং পৃষ্ঠপোষক হওয়ার প্রত্যয় ব্যক্ত করি। যাতে কবি তার সৃজনের প্রতিটি আলোক রশ্নি মানবের চিন্তা ও মননে জ্যোৎস্নার মত জেগে উঠাতে পারে রাত্রির আঁধারে। আমার দৃঢ় বিশ্বাস এই কাব্য গ্রন্থের প্রতিটি শব্দ,প্রতিটি চরন পাঠকের সুপ্ত চেতনাকে জাগ্রত করবে মনুষ্যত্ত্ববোধের আলোকে।তবু যদি আপনাদের দৃষ্টিগোচরে কোন ভুল ত্রুটি পরিলক্ষিত হয় তা মার্জনার ‍ৃদৃষ্টিতে দেখে কবিকে সংশোধনের সুযোগ দিয়ে সম্মুখপানে যাওয়ার পথকে সুগম করবেন এই প্রত্যাশা করছি।

ধন্যবাদান্তে

ইঞ্জিঃ ফজলুল কবির মোল্লা।


০৯-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।