সম্পাদনায়ঃ
- মোঃ আমিনুল এহছান মোল্লা

সম্পাদনায়ঃ
কবি মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা কর্তৃক রচিত ”স্মৃতির আলপনা” কাব্যগ্রন্থটি আমি নিখুঁতভাবে পড়েছি । কবিতার শব্দ চয়ন এবং প্রতিটি চরনের মুন্সিয়ানা দেখে আমি অভিভূত হয়েছি। কবিতার যে সৌন্দর্য্ যে তরঙ্গ যে আহবান তা যুগ- যুগান্তর ধরে মানবের মননে স্বার্ণাক্ষরে লিপিবদ্ধ হয়ে থাকবে।কাব্য গ্রন্থটি সম্পাদন করতে গিয়ে কবির স্নিগ্ধ প্রতিভার পানে খুঁজে পেয়েছি মানব সভ্যতার উজ্জ্বল নির্দেশনা, দেশ প্রেমের দৃঢ় শপথ, মুক্তির ডাক, সাম্যের গান এবং ধর্মীয় চেতনা বোধ।অনেক সমুদ্র ঘুরে ক্ষয়ের অন্ধকারে কবিকে লিখতে দেখেছি তারুণ্যের জয়গান,বিজয়ের শ্রেয়তর বেলাভূমির সন্ধান।কবি নিরলস প্রচেষ্টায় মানবের আলোক প্রতিচ্ছবিকে কবিতার চরনে চরনে স্নিগ্ধ মালতীর-সৌরভে সাহিত্যকে সাজিয়েছেন যা মানব মুক্তির চাবি হিসাবে পাথেয় হয়ে থাকবে।কবি এখানে তার স্কুল জীবনের সমম্ত স্পন্দনকে তুলে এনেছেন স্মৃতির মন্থনে কাব্যের গাঁথুনিতে।আমি কাব্যগ্রন্থটি সম্পাদন করতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। কবির সম্মুখ পথ আরো বেশী শুভতায় জেগে উঠুক রাত্রির পূর্ণিমায়।

আমার সম্পাদনার পরেও যদি পাঠকের দৃষ্টিগোচরে কোন ভুল ক্রটি পরিলক্ষিত হয়। তা মার্জনার দৃষ্টিতে দেখে কবিকে অতুল্য উৎসাহ এবং অনুপ্রেরণা দিয়ে নব নব সৃষ্টির রসদ জোগাবেন এই প্রত্যশা করছি। কবি যেন হয় নশ্বর বুকে শুভ্র কাব্যের দৃঢ় সংকল্প মানব মুক্তির শুভ ডাক।

ধন্যবাদান্তে

মোঃ হাদিউল ইসলাম মোল্লা।


০৯-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।