১০১ রকমের ভর্তা
- ফয়জুল মহী

সমগ্র বাংলাদেশ লাল সালু
মজিদ মিয়া ভাত খায় ১০১ রকমের ভর্তায়
খেয়ে গায়ে শক্তি হলে ভাঙ্গে শিশুর গতর
ভাঙ্গে মাজার ভাঙ্গে লালন শাহ আসর।

৭১ -এ স্বাধীন হয়ে পেলাম দুর্ভিক্ষ আর বাকশাল
২৪-এ স্বাধীন হয়ে পেলাম উগ্রবাদ
নব্য রাজাকার হেসে বলে জয় বাংলা জিন্দাবাদ!

উর্বর এই মাটিতে জন্মেছে আজহারি তসলিমা
আমার আঙ্গিনা আজাদ
আউল বাউল মাজার মসজিদ মন্দির
পাঁচবার সেজদায় পড়ে চুমা খাই মাটি
মা তুমি ক্ষমা করো স্বাধীনতা অর্থহীন।


১৬-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৩-০৩-২০২৫ ১০:০৩ মিঃ

বাহ কী সুন্দর। গল্প কবিতায় মন্তব্য পাইনি এবার