=অবিরত=
- ফয়েজ উল্লাহ রবি

দেখতে যদি কান্না মনের বুকের ব্যথা কতো?
দেখতে পেতে দুঃখ হাজার তোমার দেয়া ক্ষত।
বুঝতে তখন কতো যতন ভালোবাসি যতো,
চাইতে আবার ফিরে যেতে প্রথম বারের মতো।
শুধরে নিতে ভুল গুলো সব থাকতে যে জাগ্রত,
ভুল যেনো আর হয়না কভু মধুর প্রেমে অক্ষত।
থাকতে ডুবে প্রেমের মোহে আমায় অবিরত,
মনের সুখে হাসতাম দু’জন হতে না বিব্রত।
কটু কথা খাটো হতো ভালোবাসায় আবৃত,
দু’জনার এই পথ চলাটায় থাকতো না বিরত।

রবিবার, দাম্মাম, সৌদিআরব
৩ ফাল্গুন ১৪৩১, ১৬ ফেব্রুয়ারি ২০২৫


১৬-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৬-০২-২০২৫ ২৩:১৯ মিঃ

বেশ চমৎকার লিখেছেন

ফয়েজ উল্লাহ রবি
১৮-০২-২০২৫ ০১:৪২ মিঃ

অজস্র ধন্যবাদ শুভেচ্ছা প্রিয়!