আয়-না বৃষ্টি, আয়-না নেমে.....
- কাজী ফাতেমা ছবি
©কাজী ফাতেমা ছবি
ঝিরিঝিরি যাচ্ছে ঝরে- আহা চৈত্রের বৃষ্টি
লাগছে ভালো বারান্দাতে-রাখতে উদাস দৃষ্টি।
পাতার নাচন বৃষ্টির সাথে-জলের প্রেমে পাতা
ভিজছে ঐ যে খোকা খুকু-জলে ভেজা মাথা।
ঠান্ডা হাওয়ায় আরাম দেহে-পরিবেশে শান্তি
মরে গেলো বৃষ্টির জলে-ধূলো ময়লা ক্লান্তি।
কলাগাছে বৃষ্টি পড়ে-পাতা উঠে কেঁপে
ও-রে বৃষ্টি যা ঝরে যা- রোদ্দুর দিব মেপে।
জলের নুপূর টিনের চালে-রুনুঝুনু বাজে
বৃষ্টির বিকেল বৃষ্টি দেখি -মন বসে না কাজে।
গাছের পাতা সবুজ হলো- বৃষ্টির জলে নেয়ে
নীল আকাশ'টার রঙ বিবর্ণ-কালো মেঘে ছেয়ে।
অলস মানুষ বৃষ্টির ভয়ে-খুলল রঙিন ছাতা
এমন দিনে খুলে বসবে- কবি কাব্যের খাতা।
আহা একি বৃষ্টি হঠাৎ - গেলো বুঝি থেমে
ডাকছি বৃষ্টি আয় না আবার-আকাশ ভেঙ্গে নেমে!
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:১৯
১৮-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।