কাব্য কণা (১-৫)
- কাজী ফাতেমা ছবি

১। এই শুনো না-দাও না এনে গোলাপী শাড়ী সবুজ পেড়ে
যাইবো নাকো যাইবো বদের বদ -আমি তোমায় ছেড়ে
এই দিবে কি খোঁপায় গুঁজে-ম্যাজেন্ডা রঙ ফুল
দেখতে তুমি দেখবে এবার -ভেঙ্গে যাবে তোমার মনে আছে যত ভুল।


০২। ঝুপ করে এলে বৃষ্টি লাজে বুঝি মরিস
ও বেলী তুই মনে মনে তখন কার কথাটা স্মরিস
সবুজ বসন ভিজে গেলো-লজ্জা বুঝি পাস না
কেউ এসে তোকে ছুঁয়ে দিক তাও কি বাপু চাস না?

০৩। এমন একটি প্রহর আমায় দিবে বদের বদ লোক, যে প্রহরে ঝরবে শুধু স্নিগ্ধতা-এই যে দেখো চোখের জলে ভেসে গেছে শুভ্রতার পাপড়ি, তুমি মুছে দিবে এসে-আদরে বুলিয়ে হাত? না দিলে নাই-ভাগ্ বেটা


০৪। থিরথিরিয়ে বৃষ্টি পড়ে-গাছের পাতায় পাতায়
পাতার নিচে জোনাক পোকা-জল পড়ে না মাথায়।
জোনাক পোকা বৃষ্টি হবি-জ্বলবি নিভবি-কাদা পথে
নিবি বৃষ্টি-হবি বৃষ্টি একটু আমার হতে?

০৫। পাতায় পাতায় লেপ্টে আছো স্নিগ্ধতা- আর তোমার বুক'টা যেনো ইট পাথরের পথ। মুগ্ধ হতে আর পারি না-রক্তাক্ত হয়ে ফিরে আসতে হয় উল্টো রথে।


১৯-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।