কাব্য কণা-(৬-১০)
- কাজী ফাতেমা ছবি

০৬। জল পড়ে গো চোখে আমার জল পড়ে গো চোখে
হাত পেতে দাও-মর্ত্যে পড়া জল দাও তুমি রুখে
হাতের মুঠোয় চোখের জল-নাও তোমার মুখে
দেখবে তুমি স্নিগ্ধতাতে-থাকবে কি যে সুখে।

০৭। লাল শাড়ীটা সেই যে কিনবে বলে বায়না ধরেছিলাম-আজো দিলে না আমায় উপহার-চাইতে চাইতে থেমে গেছি। দেখো কেমন লাল জমিনে সবুজ পাড় শাড়ী-প্রকৃতি আমায় দিয়েছে উপহার। তুমি ঈর্ষাতে মরে যেয়ো না। বদ লোক তুমি তো দিবেই না আবার অন্যে দিলে রাগে ফেটে পরো-ঘুষি মেরে নাক ফাটায় ফেলবো কিন্তুক

০৮। সবুজ পাতার বুকে দেখো সাদা ফুলের হাসি
আহা এমন দৃশ্য দেখতে আমি খুবই ভালবাসি
হাসিমাখা ফুলের ছবি তাইতো আনি তুলে
তোমা হতে মন ফিরিয়ে-মন রেখেছি ফুলে।

০৯। নুয়ে পড়েছিস লজ্জ্বাবতী-বৃষ্টির ছোঁয়া পেয়ে- উর্ধ্বমুখী মুখটা তুলনা দেখ্ আকাশ জুড়ে বৃষ্টি
বৃষ্টির জলে করবি গোসল? ভিজে যাবে অঙ্গ- লজ্জাবতী হলুদ পরী, করবি কত আর রঙ্গ।

১০। পাতাবাহারে পিঠে রেখেছি আমার দীর্ঘ অশ্রুর হাজার ফোঁটা- ও জল বাষ্প হয়ে উড়ে যা-বৃষ্টি হবি? হয়ে যা না,
বদ লোক আমার মন ভরে দিয়েছে তিক্ততায়- বুকের ভিতর হাম্বরের বাড়ি-চোখ ফেটে বের হয় কান্না। তুমি এসো দেখে যেয়ো, সকল কান্না জমিয়ে রেখেছি পাতাবাহারের পাতায়-তোমার তৃষ্ণা মিটবে হয়তো।


১৯-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।