কাব্যকণা - (১১-১৫)
- কাজী ফাতেমা ছবি

১১। আমি অপরাজিতা- জলে ভিজি রোদে শুকাই-তবুও নুয়ে পড়ি না। আমাকে দেখো শিখো, এভাবেই বুক চেতিয়ে দাঁড়িয়ে থাকতে হয় সকল অন্যায়ের বিরুদ্ধে। আমি অপরাজিতা- পরাজয় আমার ধাতে নেই। দেখো আমি ভিজে আছি বৃষ্টির স্নিগ্ধতায়-ছুঁয়ে দাও আমায়- নিয়ে যাও একরাশ মুগ্ধতা।

১২। সবুজ হলো আরো সবুজ
মনটা হলো আরো অবুঝ
তোমার প্রেমে ভিজতে ইচ্ছে
আর তুমি শেষ করে দাও প্রেমের কিচ্ছে-আজিব বদের বদ।

১৩। বেলী ফুলের মালা এনে দেনা বন্ধু খোপায় ভরে
একটি দুটি ফুল দিয়ে চুলগুলো সাজা থরে থরে
ভালবাসায় ভরে দিবো-হৃদয়খানি তোর
লাগাবো গো আমার প্রেমে তোকে ঘোর।

১৪। হাসছে বেলীর কলি-জলে ভিজে একাকার, পাতাগুলো ধুয়ে দিলো তার মলিনতা-আর তা দেখে আমার ক্লান্তি সরে গেলো দূর বহুদূরে......... ভাল লাগার একটি সকাল-বৃষ্টি ভেজা সকাল আমার সকাল

১৫। টুপি মাথায় উল্টো করে-জল গড়ায় না তাতে
আহা সুন্দর লাগছে কচু বৃষ্টি ভেজা প্রাতে।


১৯-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।