কাব্যকণা-(১৬-২০)
- কাজী ফাতেমা ছবি
১৬। সবুজ পাতার ফাঁকে ফাঁকে বৃষ্টির জলের ফোঁটা
এমন সুন্দর দৃশ্য-না দেখিলে তার জীবনটা ঝোটা
১৭। বেলী ফুলের সকল ঘ্রাণ-ধুয়ে গেলো বৃষ্টির জলে
তাই না দেখে আমার দুচোখ হলো ছলোচ্ছলে।
১৮। এসো এখানটায়-একটু নুয়ে পড়-নয়তো বসে পড়ো-আরে এতো ঘেন্না ভাব দেখিয়ো না- দেখো কত মুগ্ধতা ছড়িয়ে আছে ঘাসে পাতায় লতায়-ছুঁয়ে দাও-েভরে যাবে মন-মুগ্ধতায় পাগল হবে? ধরো আমার হাত -চলো নগ্ন পায়ে হাঁটি কিছুক্ষণ।
১৯। দেখো বৃষ্টির জলে ছোঁয়া পেয়ে পোকা লুকায় ফুলের বুকে
নাও না তুমি আমাকেও-এমন করে-দাও না প্রেমের মন্ত্র ফুঁকে।
২০। টিয়া সবুজ পাতাগুলো-বৃষ্টির জলে ধুয়া
তাই না দেখে স্নিগ্ধাতাতে গেলো মনটি খোয়া
ইচ্ছে লাগে সারাটি দিন ঘুরি বনে বনে
বৃষ্টির জলের ছোয়া নিয়ে মন কাপাই শিহরণে।
১৯-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।