কাব্যকণা-(২১-২৫)
- কাজী ফাতেমা ছবি

২১। আহা চোখ জুড়িয়ে যায় এমন স্নিগ্ধতার স্পর্শে। কত সুখ ছড়িয়ে আছে এখানে-ওখানে, বৃষ্টিতে কিংবা চৈত্রের খরায়। আর তুমি শুধু ঘর আর অফিসই চিনলে-চিনলে না শুধু আমাকে আর আমার আবেগটাকে-বদামির একটা সীমা আছে-তুমি সীমা ছাড়িয়েছো-তোমার একদিন কি আমার একদিন দেখে নিয়ো-ক্যাকটাস ফুলের কাঁটা দিয়ে তোমার চোখ তুলব আজ হাহাহাহ

২২। গুড়ুম গাড়ুম আকাশ ডাকে-পাতা কাঁপে থরথরিয়ে
কোথা হতে হঠাৎ বৃষ্টিগুলো পড়ে দেখি ঝরঝরিয়ে
পাতাগুলো স্বস্তিতে হায়-শুধু দুদ্যোল দুলে
ধুলো ময়লা যায় ভেসে যায়- হাসে গাছের ফুলে।

২৩। এই এসো না নগ্ন পায়ে হাঁটি দূর্বাঘাসে
এই দেখো না দূর্বাঘাসে বৃষ্টির ফোঁটা হাসে
এই চলো না-পায়ের পাতায় নেই মোরা একটু জলের ছোঁয়া
হারাই দুজন হারাই-এখানতে যাক না মনটা খোয়া।

২৪। পাতাগুলো নুয়ে পড়ে মর্ত্যের দিকে-তুমুল বৃষ্টির তোড়ে
ফুলগুলো গাছে বুসে চুপচাপ থাকে সুখের ঘোরে।

২৫। জবাপাতা বৃষ্টির জলে ভিজে জবুথবু
বৃষ্টি হলে বাইয়ে যেয়ো মিস করো না কভু
মহান আল্লাহ বৃষ্টি দিয়ে রহমত ঢালেন ধরায়
রোদে ঢালেন বৃষ্টির ফোঁটা আর বাতাস ঢালেন খরায়।


১৯-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।