কাব্য কণা-(২৬-৩০)
- কাজী ফাতেমা ছবি
২৬। সাজনার পাতায় পাতায় বসে আছে চুপটি করে বৃষ্টির জলের মুক্তো। ছুঁয়ে দিলেই টুস করে ঝরে পড়ে আঙ্গুলে-আঙ্গুলের মাথায় বসে থাক মুক্তো। এই তোরা আমার নাকের ফুল হবি-নাকি কানের দুল? ভালবাসি তোদের খুব।
২৭। বৃষ্টি এলেই ভাল লাগায় মনটা যায় ভরে
সবুজ পাতায় বৃষ্টির ফোঁটা ছবিতে রাখি তাই ধরে।
২৮। থাক বসে থাক বৃষ্টির ফোঁটা- যাস না উড়ে হাওয়ায়
যাস যদি উড়ে তবে-এসে বসিস আমার দাওয়ায়।
২৯। নয়নতারার ফুলে ফুলে-বৃষ্টির জলের ফোটা-আহা কি স্নিগ্ধতা-মন প্রাণ ভরে যায়। আর তোমাকে দেখালেই বলবে এ আর কি। এটা কিচু সুন্দর হলো -আজিব মানুষ স্বাধে কি আর বদ ডাকি তোমারে। আস্ত একটা বদ মানুষ।
৩০। চিপায় দেখো-কামিনীটা লুকিয়ে আছে একা
আমি ছাড়া তার কেউ পাবে না দেখা।
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৭
১৯-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।