বৃষ্টিমূখর রাত্রিবেলা-খেলছি শুয়ে ছন্দখেলা
- কাজী ফাতেমা ছবি
আকাশ ভেঙ্গে নামল বৃষ্টি
এই বৈশাখের সন্ধ্যা বেলায়
অঝোর বৃষ্টি ঝুপুর ঝাপুর
পাতার সাথে মাতল খেলায়!
গুড়ুম গুড়ুম ডাকছে আকাশ
বজ্রপাতের বিজলি চমকায়
বৃষ্টির ফাঁকে আকাশ রাজা
ভয় দেখাতে জোরে ধমকায়!
বৃষ্টি পড়ছে ঝুমঝুমাঝুম
তালে তালে গাছের ডালে
হাত বাড়িয়ে বৃষ্টি এনে
ছোঁয়া লাগাই দু'টো গালে।
বৃষ্টির সুরে যাই ভেসে যাই
সুখের খেয়ায় অথৈ জলে
ছপছপাছপ নগ্ন পায়ে
কাঁদামাখা জলের তলে!
বারান্দাতে বৃষ্টির ছিটা
শিহরণে দেহে কাঁপন
ও বৃষ্টি'রা নে-না কাছে
এবেলায় কর্ না আপন!
ঐ যে মাঠে খেলছে ফুটবল
বন্ধু'রা সব জলে ভিজে
আমারও তো খেলতে মন চায়
দৌঁড়ে যেতে ইচ্ছে কি-যে!
আঁধার ভেঙ্গে পড়ছে বৃষ্টি
নিয়ন আলো ছুঁয়ে ছুঁয়ে
ধূলো বালি মলিনতা
বৃষ্টির জলে গেলো ধুঁয়ে!
হলুদ আলোয় যাচ্ছে দেখা
বৃষ্টি'রা যে নাচ্ছে ঘাসে
বৃষ্টিরাণী নুপূর পায়ে
দাঁড়ায় এসে আমার পাশে!
ভাল লাগায় গেলো ভরে
এমন একটি বৃষ্টির রাতি
বৃষ্টি নিয়ে ছন্দ ছড়ায়
শব্দে শব্দে তাইতো মাতি।
২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪২
১৯-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।