ব্লগ আকাশে চাঁদের বাড়ি... (ফান পোস্ট)
- কাজী ফাতেমা ছবি
ব্লগ আকাশে চাঁদের বাড়ি
বাড়ি উপর পানির ট্যাংক
চাঁদের মুখে খই ফুটানো
জমা কথার বিশাল ব্যাংক।
পানি ট্যাংকের নাম আছেগো
গাজী নাকি নামটি- শুনি
কালো ট্যাংকের নিচে থাকা
চাঁদ ভাইয়াটা বিরাট গুনী।
সকল পোস্টে কমেন্ট চাঁদের
যেনো বিনোদনের ডিব্বা
ইচ্ছে করে ভেংচি কাটি
দেখাই ইয়া বড় জিব্বা!
রাজনীতিতে চাঁদ ভাইয়াটার
জ্ঞানের সীমা অনেক বেশী
বিদেশ থেকেই রাগের চোটে
ফুলিয়ে দেখান দুই পেশী!
চাঁদ ভাইয়া'টা আবেগ শূন্য
পড়লে বুঝি - চাঁদের সামু
বললে শুনি ভাইয়ার উত্তর
আবেগ ধুইয়া পানি খামু?
হাজার হাজার কমেন্টের চাষ
চাঁদের দেয়া ব্লগের পাতায়
মুগ্ধতা নেই চাঁদের মনে
কি যে লিখা মনের খাতায়?
বুঝি না হায় কথা বার্তা
মাঝে মাঝে পাগল ভাবি
ধইরা তারে জিগাও তোমরা
মনে যে কি, রাখি দাবী!
বয়স'টা তার সবে কুড়ি
শুনলে কথা পায় যে হাসি
জ্ঞানের ঝুলি মাথায় নিয়ে
চাঁদ ভাইয়া হয় কথার চাষী!
এই দুনিয়ার সকল খবর
নখ দর্পনে রাখেন গাজী
মনে হয় রোজ- কর্ম ছাড়া
খেতে রাখেন কথার বাজী।
০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৫
১৯-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।