শাড়ির আঁচলে লেখা প্রিয় বর্ণমালা
- নাহিদ সরদার

ছায়াতলা থেকে পুঁথির শ্লোক
এসে বললো,
ভোলাবার তোড়জোড়ে ওদের খেয়ালি
ভাষণ শোনো নি?
তখনই
বসন্ত রোদ্দুর কাঁকে করে উঠে এলো
নকশিকাঁথার মেয়ে।
এরপর শুরু হলো রোদের বৈঠক
সূর্যের দীপ্ততা বুকে নিয়ে দামালেরা গেল
মিছিলে স্লোগানে মুখরিত রাজপথ।
অতঃপর কৃষ্ণচূড়া খুনে ভিজে গেল মানচিত্র
পরিশেষে হারাবার শোক বুকে নিয়ে মা এলেন,
শাড়ির আঁচলে লেখা প্রিয় বর্ণমালা অ, আ, ক, খ।


২০/০২/২৫
সাহিত্যশৈলীতে প্রকাশিত


২০-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।