শিরোনামহীন-৩
- কাজী ফাতেমা ছবি
৩/
কত শত ভাল লেখা
নির্বাচকের দৃষ্টি এড়ায়
মন্দের ভাল লেখাগুলো
নির্বাচিত পাতায় বেড়ায়!
বুঝি নাকো ন্যায়ের নীতি
এমন কেনো সকল স্থানে
মুখ'টা চিনে মিছেমিছি
ওষ্ঠ মিলাই খ্যাতির গানে!
প্রশংসার্হ লেখাগুলো
যায় চলে যায় পোস্টের বানে
নির্বাচনে ভোটের অভাব
ভাল'র জা'গা নেই এখানে!
মান সম্মত লেখাগুলো
পাবে কেনো অবহেলা?
ভাল্লাগে না স্বজনপ্রীতি
সকল জায়গায় একই খেলা।
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪
২০-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।