কাব্যকণা-(৬-১১)
- কাজী ফাতেমা ছবি

৬। পার্পল কালার সেই কয়েক যুগ আগে থেকেই আমার পছন্দ। আচ্ছা তুমি কি জারুল ফুল দেখেছো? ঘ্রাণ নেই রঙ আছে আহা কত দৃষ্টি জুড়ানো সে রঙ। এখন তো আর জারুল গাছে মন ডুবাতে পারি না -যেমন তোমার মাঝে মন ডুবাতে পারি না-তোমার মতই যেনো জারুলগাছগুলো উঁচু থেকে আরো উঁচু হয়ে গেছে-চোখ তুলে আর তাকাই না। আমি আর ধাঁধাতে পড়ব না। তুমি উঁচু হতেই থাকো হাহাহাহা। আমি এমনিতেই মুগ্ধ-আমার দিকে নত হয়ে আছে দেখো হাজারো জারুল রঙা ফুল-আমি ভালবেসে মরে যাই।

৭। আবেগী ফুল রাণী......ফুটে আছে নরম লতায়-ছুঁয়ে দিলেই নুয়ে পড়বে-খসে পড়বে মাটিতে। ইচ্ছে হয় ছুঁয়ে দেই-পরে ভাবি ফুলরাণী থাক্ না নিজের মতো করে ফুটে। আমরা শুধু ওর কাছ থেকে মুগ্ধতা কুঁড়াবো । কখনো কখনো শাটারের ক্লিকে বন্দি করে রাখবো ওর বিয়ের সাজের মুহুর্তটি। ফুলরাণী অল্প আয়ূ -ঝরে যাবে অচিরেই। হয়তো সে আর বেঁচে নেই তবুও ওর মুগ্ধতা আর রঙ দিয়ে মনকে এখনো প্রফুল্ল করে রাখে। ফুলরাণীর স্বার্থকতা এখানেই-সে বিলায়-বিলিয়ে দেয় তার সৌন্দর্য আর আমরা চোখে সেঁটে রাখি সৌন্দর্য আর মুগ্ধতা। ভাল লাগার প্রহরগুলো এমইন-সৃষ্টির প্রতিটি জিনিসই ভালবাসি আর শোকরিয়া জানাই আমার প্রভুর তরে।

৮। সবুজের মধ্যিখানে বসে তোরা দিব্যি প্রেম করে যাচ্ছিস। বেগুনী রঙ জামায় সেজে তোরা কি কথা কয়ে যাচ্ছিস-কয়ে যা আমার কানে কানে। আমি শিখে নেবো প্রেম। আহা তোদের দেখে ভাবছি মুগ্ধতা যদি এভাবে আমাকেও ছুঁয়ে যেতো। কোনো চিরসবুজ মনের কাছাকাছি ছুঁয়ে থাকতাম। তোমার মতই সজীবতায় ভরে দিতাম ক্ষয়ে যাওয়া ক্ষণগুলোকে।

৯। শীতের ঋতু ফুলের ঋতু-ফুলে ফুলে ভরা
রঙ বেরঙের ফুলে সাজে-আমার বসুন্ধরা।
হলুদ গাঁধা লাল ডালিয়া-হরেক ফুলের বাসর
ফুলের বাগে বসেছে ঐ-ফুল পাখিদের আসর।
আলোর ভূবন আলো করে-ফুল ফুটেছে বাগে
ফুলের উপর শিশির ঝরে-কুয়াশার এই মাঘে।


১০। এমন সোনার আলোয় রাঙানো আমার গাও- সে আর কোথা যেয়ে পাবো শুনি
মিশে যাবো সেথা-সবুজে মেলবা পাখা- ফিরে যাওয়ার দিন শুধু গুনি।
নাক টেনে পাই এখান থেকে সোঁধা মাটির ঘ্রাণ-আহা নি:শ্বাসে সুভাস ছড়ায়
এত স্নেহ মায়া মমতায় ঘেরা জন্মভূমি-আলিঙ্গনে আমায় সদা জড়ায়।


১১। আমরা এভাবেই ফুটে থাকি। তোমাদের মুগ্ধ করার জন্য। তোমরা মুগ্ধ হও- দুচোখ ভরে দেখো-আবার ক্যামেরার শাটারে ক্লিক করতে থাকো অবিরত। আমাদের আয়ূ ক্ষণস্থায় তবুও আমরা সুখি নিজেদের বিলাতে পেরে। এতেই আমাদের সার্থকতা। বিলিয়ে দেয়ার আনন্দ আমরা উপভোগ করি। আর তোমরা শুধু নিজেদের নিয়ে ভাবো-অপরের জন্য তোমরা তোমাদের সময় অপচয় করো না। তোমরা মুগ্ধতা দাও না কাউকে-শুধু স্বার্থ নিয়েই এত বড় জীবন কাটিয়ে দাও অনায়াসে।


২০-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।