দুষ্টু প্রলাপ (৬-১০) ....
- কাজী ফাতেমা ছবি

দুষ্টু প্রলাপ-৬
বুকের ভিতর বাস গো তোমার-বিশ্বাস যাও না ক্যারে!
ছুরি লাগাও বুকে দেখো-বসছো হাঁটু গেঁড়ে,
বুকের অর্গল রাখছি খোলা -তোমার জন্য সেতো;
ভালবাসি কি বাসি না-খুঁজো কেনো হেতু?
গোলাপ হাতে সবিনয়ে- নিবেদনে প্রেম যে,
এসব কথা মেকি শুনো- ছলনার এ গেম যে।
December 1, 2016

দুষ্টু প্রলাপ-৭
চোখের পাতায় ঘুমের লহর- তাকিয়ো না বাঁকা চোখে
তোমার চেয়ে ঘুম’টা বড়-দাওনা বাপু থাকতে সুখে,
জেগে যদি গল্প করো-চা কফি খাওয়াও, বানিয়ে
জলের ঝাপটায় তবেই কিন্তু- ঘুম’টাকে নিবো মানিয়ে।
তবু যদি যাই ঘুমিয়ে- আলতো দিয়ো হাত বুলিয়ে
মাথার চুলে বিলি কেটে- গভীর ঘুমে, দাও ভুলিয়ে।
December 2, 2016

দুষ্টু প্রলাপ-৮
নাকের আগায় রাগ ক্যানে গো-ধানী মরিচ লাগছে নাকি
রাগের ঠ্যালায় হারাও সময়-মুগ্ধ প্রহর দিচ্ছে ফাঁকি,
এদিক টানলে ওদিকে যাও-বুঝো না কিছু বুঝো না;
চোখের মাঝে পট্টি বান্ধা-খুঁজো না আমায় খুঁজো না।
ধ্যত্তেরি ছাই বেড়ো না আর - খোঁপার কাটায় দিবো খোঁচা,
বিতৃষ্ণাতে করতে ইচ্ছে-ঘুষি দিয়ে নাকটি ভোঁচা।
December 3, 2016

দুষ্টু প্রলাপ-৯
পকেট তোমার গরম বেশি-ঠান্ডা করবে মার্কেট চলো
শুনো’নিকো আজো তুমি - টাকা পয়সা হাতের ধুলো,
ভালবাসার পরীক্ষাতে-পাশের নাম্বার চাইলে পেতে,;
দাওনা এবার কেনাকাটায়-তোমার গরম পকেট পেতে!
হাসি মুখে পাশে আমার- মুগ্ধ হয়ে থাকবে শুনো,
তেড়িবেড়ি করলে তবে-যাও না বাপু রাস্তা গুনো ;)
December 4, 2016

দুষ্টু প্রলাপ-১০
সবাই তোমায় হার্ট ইমো দেয়-দেয় নাতো কেউ ছোঁয়া
ত্যক্ত মুখে বসে জপো-প্রেম টেম এসব ভূঁয়া
বুঝছি বাপু ছোঁয়া পেতেই-ভালবাসা খেলো
একটু ছোঁয়া পেলেই বুঝি-শূন্যে পাখনা মেলো!
এসো তবে কাছে আমার-চোখে দিবো ছুঁয়ে
নাগা মরিচ ছিল হাতে- সাবধান - পড়বে নুয়ে।
December 6, 2016
১৪ ই মে, ২০১৭ বিকাল ৪:৩৩


২০-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।