প্রার্থনা..........
- কাজী ফাতেমা ছবি

১।
আকুল প্রার্থনা ও মাবুদ- দরবারেতে তোমার
দমে দমে ডাকি হরদম- জপি নাম বেশুমার,
ক্ষমা দাও গো ভুলের আল্লাহ্-গুনাহ্ করো ক্ষমা
দাও মুছে দাও মনের ভিতর- মোহ যত জমা।
পূরণ করে দিয়ো প্রভু- বুকে আশা যত
তোমার ধ্যানে থাকি যেনো- সদা আমি ব্রত!
কত মায়ায় গড়া ধরা- মোহ আঁকড়ে থাকি
মন্দ কাজে পড়ে থেকে- ভাল'কে দেই ফাঁকি!
এসব থেকে মুক্তি দাও গো- ওহে দয়াল প্রভু
সহজ পথের দাও দিশা দাও- পাপী আমি -তবু।

২।
মনের যত ইচ্ছে আমার- আল্লাহ্ তুমি করো রক্ষা
যেতে আমার ইচ্ছে বড়- হজ্জ্বের লাগি দূরের মক্কা,
সোনার মক্কার ধূলো বালি- মাখতে যেনো পারি গায়ে
গিয়ে যেনো দাঁড়াই মাবুদ- তোমার অঢেল দয়ার ছায়ে।
মদীনাতে যাবো আল্লাহ্ - নবী'র (সাঃ) রওজায় করব সালাম
সেথায় যেন পড়তে পারি- বসে প্রভু তোমার কালাম।
মনে বড় ভয় গো আল্লাহ- ভেবে ভেবে হলাম আকূল
দরুদ সালাম করতে দাখিল- হয়ে যায় নাকি কোনো ভুল।
শয়তানের বাস ভিতরবাড়ি- ভুল করি তাই দিনে রাতে
তবু তোমার কত দয়া- নতুন আলো দেখাও প্রাতে।
দাও বাড়িয়ে মনের শক্তি- প্ররোচনা পায়ে দলতে
দাও বাড়িয়ে ঈমাণ শক্তি- তোমার নামে পথ'টি চলতে।
তোমার দয়া রহমত ছাড়া- পারব নাকো মক্কায় যেতে
দাও দেখায়ে সে পথ আমায়- পাক মাটির নৈকট্য পেতে।
মক্কা মদীনাতে যেতে -আল্লাহ্ আমার মন উচাটন
মনের মাঝে কষ্ট ফুঁড়ে- বুকের বামে ব্যথায় টনটন।
নিয়ে যাবে একদিন আমায়- আশা মনে এই সান্ত্বনা
হে রহিমুর রহমান তুমি- কবুল করো এই প্রার্থনা।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৭ বিকাল ৩:০৯


২০-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।