মন কথনিকা (৪৬-৫০)
- কাজী ফাতেমা ছবি

মন কথনিকা-৪৬
অসময়ে তার ঘরেতে- ঠোকা দিস্ না মন
বদ্ধ ঘরে থাকবে একা -করবে না আপন,
মনের মধ্যে শুয়ে আছে- ছোট একটা নীড়
ভাবনা উড়ে ঘরের চালায় স্বপ্ন বাড়ায় ভিড়।
21 December 2014 at 22:31

মন কথনিকা—৪৭
বসে আছো একা একা -তুমি কি'গো একলা পাখি
শুনো বলি,তোমায় তুমি-বারবার দিচ্ছ কেনো ফাঁকি?
আসো কাছে,বসো পাশে,সময় আছে অল্প বাকি
কথায় কথায় কাটাই সময় -আখিঁতে রেখে দু' আঁখি!
20 December 2014 at 19:37

মন কথনিকা-৪৮
আজকে আমার মনটা ভালো- যা ইচ্ছে চাও -দিবো আশা
নিবে নাকি ভালবাসা মনটা আছে প্রেমে ঠাসা?
ইচ্ছে মতো চাইতে পারো -যা ইচ্ছে তাই দিতে রাজি
তোমার জন্য রাখতে পারি-ভালবেসে জীবন বাজি।
18 December 2014 at 20:39

মন কথনিকা—৪৯
দূরে দূরে থেকে বন্ধু - বুঝাতে কি চাও
সেধে যাব কাছে তোমার-যেন কাছে পাও
আমার এত ঠেকা কিসের- সেধে যাই কাছে
আসবে তুমি ডাকবে কাছে -মনটা এই যাচে।
17 December 2014 at 20:28

মন কথনিকা-৫০
রাস্তার পাশে দেখো কত- ঘাসফুল আছে ফোটে
দৃষ্টি দাওনা সেদিক তুমি-মুগ্ধতাতে মোটে
লাল নীল সবুজ সাদা- ঘাসফুল খুঁজে খুঁজে
দাওনা তুমি ভালবেসে- আমার খোঁপায় গুঁজে।
15 December 2014 at 14:15


(পুরান লেখা-পোস্ট করা হয়নি এখানে :( )
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:৩৮


২০-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।