বাবা দিবসের কবিতা-২
- কাজী ফাতেমা ছবি
২।
শিক্ষার শুরু আব্বা আমার
শিখছি জীবন ধরে
বাবার কথা স্মরণে হলে
সুখের অশ্রু ঝরে।
বন্ধু ছিলেন আব্বা মোদের
সবার সাথে সখ্য
বাড়বে মোদের জ্ঞানের সীমা
সেই ছিল তার লক্ষ্য।
মুক্তিযোদ্ধা আব্বা আমার
গর্বে ফুলে বুকটা
শান্তি লাগে দেখলে একটু
আমার আব্বার মুখটা।
ভালবাসি আব্বা আপনায়
ভাল রাখুন আল্লা’য়
পাপের খাতা শূন্য করে
নেকি ভরুন পাল্লায়।
ওগো মাবুদ প্রার্থনাতে
মনে মনে বলি
ভাল মানুষ হতে যেনো
তার আদর্শে চলি।
২০-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।