বাবা দিবসের কবিতা-৩
- কাজী ফাতেমা ছবি
৩।
ভাল থাকুক সবার বাবা
সুস্থ নিরাপদে
হাল ধরো বয়সী বাবার
থেকো সব বিপদে।
বাবা হলেন একটি ঘরের
একটি বটবৃক্ষ
ভেবে দেখো মনে মনে
ব্যাপারটি খুব সুক্ষ!
বাবা ছাড়া ভাবা যায় কি
পরিবারের কথা
না থাকলে বাবা কারো তার
মনে অথৈ ব্যথা!
বাবা থাকতে করো সেবা
না থাকলে পাও কষ্ট
বাবা যখন পাশে তোমার
পথ ধরো ক্যান ভ্রষ্ট।
বাবার হাতে ধরে তুমি
শিখেছিলে হাঁটা
বুড়ো বাবার কাছে বসে
টিপে দাও না পা’টা।
একটু সেবায় খুশি বাবা
মুখের দিকে তাকাও
বেশী কথা বললে কেনো
চোখটা তবে পাকা?
তুমিও তো হবে বাবা
বুঝলে তরুণ বালক
বাবা যদি না থাকেন তো
তুমি ছেঁড়া পালক।
উপহারের বাক্স এনে
বাবার হাতে দিয়ো
বাবার খুশি তোমার খুশি
ভাগটা করে নিয়ো।
ছোটবেলা বাবা ছিলো
তোমার ধরার লাঠি
বাবা ছিলো ব্যাংক তোমার
আর যে সুখের ঘাঁটি।
বাবার লাঠি হয়ো পুরুষ
বৃদ্ধ যখন বাবা
না থাকলে যে বাবা তোমার
হতে বোকা হাবা।
বাবা তোমার জ্ঞানের মাস্টার
শিখলে জীবন ধরে
তবে কেনো বাবা পাঠাও
বৃদ্ধাশ্রমের ঘরে?
২০-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।