মায়াময়ী জৎস্না
- আবু নাছের জুয়েল
মেঘের আড়ালে উজ্বল আলোর ফোঁয়াড়া
স্বচ্ছ আলোর জ্বলকানি আকাশময়
এই জৎস্না ভিন্ন আলোর ধারা বিবরনী
এই জৎস্না বর মায়াময়ী
একোন গৃহত্যাগী জৎস্না নয়
নয় কোন কল্পনাৱ পরশ মিশানো পূর্নীমা
এ জৎস্না অতি জ্বালাময়ী
এর পরশ ছড়িয়ে পরে সর্বময়ী
এ জৎস্না ভিন্ন আলোয় আলোকিত
এই জৎস্না বর মায়াময়ী৷
এই জৎস্না আঁক কাটে মনের গহীনে
এ জৎস্না অাঁক কাটে অন্তরে
এ জৎস্না সর্বগ্রাসী জৎস্না
জাগিয়ে তোলে মৃত স্মৃতি
এ জৎস্না একদম ভিন্ন কোন জৎস্না
এ জৎস্না মায়াময়ী জৎস্না৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।