অনুকাব্য ৬-১০
- কাজী ফাতেমা ছবি
৬। কাগজের নৌকার প্রহরগুলো অতীত ডহরে। তাতে কি চলো আজ রঙধনু রঙ নৌকা বানাই-ছেড়ে দেই শ্রাবণ ধারায় । কিছুটা ক্ষণ চলো মুগ্ধতা কুঁড়াই
৭। রিকশার উড খুলে দাও- জ্যামে আটকা জীবন বড্ড দুর্বিসহ- তবে একটু বৃষ্টি পড়ুক গড়িয়ে চোখের পাতায়। তুমি কেবল ভালবেসে হাত রেখো আলতো আমার কাঁধে
৮। ডুবে যাবে ভয় পাচ্ছো-আরে বাপু অভিজ্ঞতা অর্জন করো কিছু্ তুমি কি রোমাঞ্চিত হতে চাও না। এইতো সুযোগ একটু রোমাঞ্চ নিয়ে আসো মনে-বিরক্তি ঝেড়ে ফেলে দাও। উপভোগ কর কষ্ট অথবা সুখ।
৯। ছাতা দিয়ো মাথার উপর
জলে হাঁটবো শ্রাবণ দুপুর
বৃষ্টি পড়ুক টাপুর টুপুর
নগ্ন পায়ে বাজুক নুপূর।
১০। কিছুটা প্রহর সপে দাও নিজেকে সময়ের কাছে। হুদাই হা হুতাশ করে লাভ নেই। যা হওয়ার তাতো হবেই। কেবল মেনে নিতে শেখো।
২৩-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।