কাব্য কণা-৬-১০
- কাজী ফাতেমা ছবি
৬। দুঃখ পাখি, ছুঁয়ে দিলে ব্যথার নীল পালক-ধবধবে সাদা কইতর হয়ে ওড়ে এসে ছুঁয়ে দাও মুছে দাও অনন্ত ব্যথা। আকাশ আজ মেঘমুক্ত, এসো-হারিয়ো না দিশা-অপেক্ষায়!
৭। প্রভাতের লালিমায় চোখ রাখোনি, ঘুমে বেঘোর।বৃষ্টিস্নাত রাত শেষে একটি রৌদ্রজ্জ্বল সকাল আহা কি পরিচ্ছন্ন! দিনের শুরুটা মুগ্ধতা দিয়ে করতে পারতে?খানিকটা সময় এখনো বাকি, উঠো! আমি তোমায় ভোরের স্পর্শ দিলাম।
৮। আল্পনা এঁকে যাই মনের চার কিনারে তোমার প্রেমের রঙ ঢেলে। মন সেজে আছে তাই রঙধনু রঙে- এই ছুঁয়ো-না লেপ্টে যাবে ভালবাসা, আমি পারব না আর প্রেম আঁকতে!
৯। তুমি শ্রাবণ রাতে ঘাস হয়ে যাও,আমি হব মেঘাকাশের তারা,তুমি তাকিয়ে বৃষ্টির অপেক্ষায় আর আমি ঝুপ করে খসে পড়ব তোমার সবুজাভ স্নিগ্ধ বুকে।
১০। মানুষের কান্না আমার সহ্য হয় না। চোখের কোণে নিরবে অশ্রুগুলো জমা হয়ে গলে পড়ে সহসা। আমি প্রবোধের ভাষা জানি না, কেবল কষ্ট পেতে জানি।
২৩-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।