তুমি শুভ্র মেঘ......
- কাজী ফাতেমা ছবি

নির্নিমেষ তাকিয়ে আকাশে
খুঁজে পাই তোমায়,
মেঘ হয়ে ভাসছ আকাশময়,
তোমার ঠিক পিছনে আমি!
রোদ্দুর হয়ে হাত বাড়াই
ধরা দাও না!!
কালো মেঘগুলো মুচকি হাসে,
তোমার আমার খেলা দেখে।

তুমি আমার আকাশময় ভেসে বেড়ানো
শুভ্র সাদা মেঘ,
গোধূলীলগ্নের রক্তিম আভার মত ঠোঁটে
তোমার ছুঁয়ে দেই অনামিকার স্পর্শ,
তুমি চমকে উঠে বলো রোদ্দুর ভালবাসি
শুভ্র মেঘের বুকে মাথা রেখে ভেসে যাই নিমেষেই।

তুমি আমার শুভ্র মেঘ,
আর আমি তোমার!
বিকেলের নরম আলোর
এক মুঠো রোদ্দুর।
July 18, 2013


২৩-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।