ছোট ছোট কবিতা ১-৫
- কাজী ফাতেমা ছবি
১। মালা গাঁথব মালা গাঁথব
সখা তোমার জন্য
আমি যেনো মনে তোমার
থাকি অগ্রগন্য।
বকুল দেব বেলী দিবো
দিবো শিউলী মালা
তোমার মনে রেখো আমার
নাম করে সীলগালা।
২। ভেজা পাতা ভেজা বকুল
দাও না ছুঁয়ে এসে
দেখবে তুমি আনন্দেতে
যাবে প্রেমে ভেসে।
৩। পা মাড়িয়ে চলে গেলে-অথচ তোমার জন্য রেখেছি ভেজা বকুল কুঁড়িয়ে। শুনো পিছন তাকাও- নিয়ে যাও কিছু ফুল রেখে দিয়ো বুক পকেটে। আমায় ভাববে যখন রেখে দিয়ো কবিতার ডায়রীর পাতায় পাতায়। ্ওগলো কেবল সুগন্ধই ছড়াবে গো দেখে নিয়ো।
৪। মনোযোগে তাকাও দিনি- কি ? দেখতে পাচ্ছো? কৃষ্ণচূড়া তাকিয়ে আছে-তোমায় বকুল দিবো বলে সে আজ অভিমানি। অথচ তুমি েএখানে এসে খানিকটা দাঁড়ালে না। কি করে বুঝাই বলো-ভালবাসি কত! তুমি মুগ্ধ হও না-তুমি কেবল রোদ্দুর হও মাথায় আমার -পুড়িয়ে মারো আর আমি সুখের বৃষ্টি হয়ে ঝরি তোমার মাথায়।
৫। ফোঁটা ফোঁটা স্নিগ্ধতাতে
সেজে আছে পাতা
ফুটে আছে বকুল ফুল-রা
খুলে কাব্যের খাতা।
তুমি আমার বকুল হও না
ছন্দ হয়ে ঝরো
জানি নাকো মনে তোমার
কার জন্য ভীত গড়ো?
২৩-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।