ছোট ছোট কবিতা-৬-১০
- কাজী ফাতেমা ছবি
৬। ঐ যে দেখো-কত ফুল ফুটে আছে-দাও-না পেড়ে। মালা গাথব -হাতে ঝোলাবো-যাক না শুকিয়ে । ঘ্রানের প্রহরগুলোতে বড্ড আনমনাতে থাকি আর ভাললাগায় ডুবে যাই তোমার প্রেমে। আর তুমি তো কোন কিছুতেই গুরুত্ব দাও না। তোমাকে চাঁদ পাড়তে বলিনি বাপু-বকুল ফুল পেড়ে দাও। কি আর এমন কঠিন কাজ শুনি?
৭। যায় ভিজে যায় বৃষ্টির জলে
স্বপ্নগুলো আমার
তুমি কেবল বসাও এসে
বিরহের এক খামার।
দাও নি তুমি সামনে এসে
বকুল ফুলের মালা
মনের মাঝে রাখলে মেরেে
ইয়া বড় এক তালা।
৮। প্লিজ ফুলগুলো পা মাড়িয়ে হেঁটে যেয়ো-না আমার বুকে লাগে বড়। ফুল ভালবাসি বড়-এগুলোর স্থানতো বুকে-পায়ের তলায় পিষ্ট হয়ে ওরা সুন্দর বিলিয়ে হারিয়ে যায়। অথচ তুমি তোমাকে বিলালে না আমার কাছে। তুমি খুব দামী তাই না? বকুল ছোঁও নয়তো আমায় নিয়ে নাও টেনে কাছে ভালোবেসে।
৯।
থোকা থোকা বকুল কলি
ঝুলে আছে ডালে
ইচ্ছে লাগে ভেজা করি
ছোঁয়ায়ে দেই গালে
ফুটবে তারা আপনমনে
গাছ-টি ভরবে ফুলে
একটি দুটি হাজার বকুল
আহা দ্যুদোল দুলে।
১০।
ভেজা পাতায় এঁকে দিলাম
তোমার নামে চিঠি
ফুটলে বকুল রেখো তুমি
অবাক তোমার দিঠি।
ফুলের পাপড়ির ভাঁজে ভাঁজে
প্রেম লুকানো আছে
প্রেম কুঁড়াতে একদিন এসে
ঝাঁকি দিয়ো গাছে।
২৩-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।