এই নাও মন পেতে গোলাপীর স্নিগ্ধতা (গদ্য কবিতা)
- কাজী ফাতেমা ছবি

হয়ত সাধ্যে নেই দেয়ার একশত দুই পদ্ম। বনের ঝোপ ঝাড় থেকে কুঁড়িয়ে নিয়ে এসেছি তোমার জন্য... এই যে দেখো দেখো গোলাপীর স্নিগ্ধতা। মনের অর্গল খোলা রেখো... খোলা রেখো তোমার দখিন জানলা। মধ্যরাতের আকাশের চাঁদ যখন মধ্য আকাশে মেঘের সাথে লুকোচুপি খেলায় মত্ত হবে.... নিরব নিস্তব্ধ... নিঝুম প্রহরের এক ফাঁকে জোনাকির ডানায় চড়ে আমি আসব! ঝিঁঝি পোকারা বজ্র নিনাদে ডেকে উঠবে আর তুমি ভাব্বে এইতো বেঘোর ঘুমের প্রহর। মৌনতার সূতোয় বোনা চাদরে, আঁধারের কাঁথা গায় জড়িয়ে, পাশ বালিশে হাত রেখে স্বপ্নে হবে মগ্ন। দূরে জঙ্গলে-থেকে থেকে- হুক্কা হুয়া ডেকে উঠবে শিয়াল... হুলো বিড়ালটা ঝরা পাতায় পা ফেলে মর্মর ধ্বনিতে দোঁড়ে পালাবে সেই উচ্ছিষ্ট ডাস্টবিনে। হসহস ফসফস কীট পতঙ তোমার নীড়ের গা ঘেঁষে প্রেমলীলায় মত্ত। একটা টিকটিকি.. টিকটিক বলে পালাবে দেয়াল থেকে ভেন্টিলেটর ঘরে। দেয়ালের ঘড়ির টিকটিক আওয়াজ নিঃশ্বাসের সাথে চলা সময়, অতীত হয়ে যাওয়া আর ভাঙ্গা কলের টিপটিপ জলের শব্দের গা ছুঁয়ে আমি আসব শিয়রে তোমার.. চোখ খুলে তুমি দেখো তোমার জন্য যতন করে আনা গোলাপী রঙ্গের স্নিগ্ধতা... তুমি গ্রহণ করো প্লিজ....আর বুকের বাম পকেটে রেখে দিয়ো হৃদয় ছুঁয়ে। ভেবে নিবো আমি আছি নিঃশ্বাসে তোমার। কেমন লাগবে তোমার তখন?
August 23, 2016
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩৯


২৪-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।