আর ভয় নেই হয়তো
- মুহাম্মাদ শরিফ হোসাইন

এক-একটা ডেলিভারী
এক-একটা স্ট্রোক
কতোটা ম্যাগনিফিসেন্ট ...!
আজ সে কতো পরিনত!
অনেকের মধ্যে একজন,
বাগধারায় আনলে পরিবর্তন
সে এমন কতো অসংখ্য অন্যতম!
ষোল কোটি'র একজন
তাকে ছাড়া আমাদের চিনবেইবা কতোজন?
মনের উপর,তার প্রভাবের কি দাপট!
ভিনদেশী শত্রু'রাও আজ প্রশংসায় হট।

মনে হয়...
দুখু মিয়াঁ,যৌবনে ক্রিকেট খেলে থাকলে,
এমনি করতো।
সব করুণ বাঁশিওয়ালাকে বলতো
আজ বিজয়ের সুর ধর।

এভাবেই কি জীবিকা হয়?
সমাজে বাঁচতে কতোজন কতো কিই তো সয়।
তার কিছুটাও কি অবৈধ নয়?
!!সবই সিদ্ধ..
যখন আসে বিজয়ের ক্ষণ।
ওরা আমায় না ছুঁয়ে পারেই না...
আমিও মাথা উপর করি,
যখন দেখি আর ভয় নেই হয়তো।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।