গদ্য কবিতা-১
- কাজী ফাতেমা ছবি
১। বন্ধু চলো-
সকল ব্যস্ততার বুকে পা মাড়িয়ে গিয়ে বসি এমন স্বচ্ছ জলের দীঘিতে
যেথায় আছে গাছগাছালি আর নারিকেলের চিরল পাতার ছায়া
ব্যস্ত তো সে থাকতেই হয় জীবনের তাগিদে। চলো নিয়ে চলো আমায়,
দীঘির ঘাটের জলের আয়নায়-দেখবো তোমার ছবি
তোমায় নিয়ে কাব্য লিখে-হয়ে যাবো কবি,
নিথর জলের পাড়ে বসে-একটুখানি মৌজ মস্তি
চলো বন্ধু ক্লান্তি ঝেড়ে-কুঁড়াই একটু স্বস্তি।
তুমি তো কেবল ক্যালকুলেটরেই চোখ রাখলে। এমন পরিচ্ছন্ন পরিবেশ তো মুগ্ধতা এনে দেয় না তোমার চোখে। আমি কেবল ভাবি-এ তুমি কেমন তুমি-চোখের সামনে ক্যালকুলেটর রাখো-এ তুমি কেমন তুমি কেবল টাকা পয়সার স্বপ্ন আঁকো! খুব ইচ্ছে হয় তোমাকে এক চিলতে মুগ্ধতা এনে দেই। তুমি আমার প্রেমে নয়-একবার প্রকৃতির প্রেমে পড়ো। যেমনটি পড়েছি আমি। আমায় কেবল টানে প্রকৃতি তার আলিঙ্গনে, কি সকাল কি দুপুর কি বিকেল। ইচ্ছে ছুটে যাই-অথচ তুমি হলো আমার ঝোঁপঝাঁড় পথ-যে পথে কেবল কাঁটা-কাঁটা পথে হাঁটা আমার আর হয়ে উঠে না-আমি খুব দুঃখী মানুষ গো-আবেগই বুঝলে না.......
২৪-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।