মানববন্ধন সফল হউক
- মুহাম্মাদ শরিফ হোসাইন
আমরা বাঙ্গালীর ভিন্ন ফুল,এক ঝাঁক।
সকালেই দিবো,অস্তিমের হাঁক।
যথা কাল,যথা কাজ।
বাল্য-বিবাহ নিপাত যাক।
শিক্ষায় গড়বো,দারিদ্র্যমুক্ত সমাজ।
আমরা হবো মহারানী-মহারাজ।
(সফল হউক,এই মানববন্ধন।
গড়ে উঠুক,আরেকটা ক্ষুদে বাংলাদেশ
হয়ে উঠুক,আরো কিছু রোকেয়া-নজরুল কিংবা মধুসূদন।)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।