ফানি ছড়া
- কাজী ফাতেমা ছবি

খাস’টা তোমার কবে হলুম
জানি নাকো দিল সে
কাছে পেলে বসাতুম ঘা
পিঠের মাঝে কিল সে।

আহা আহা বলো কি-যে
প্রিয়া তোমার নই-কো
তবে তোমার ছড়া পেতে
উতলাতে রই-কো।

হাহা বলেছো যা একদম
কথাখানা খাঁটি
মানুষ আমি ভাল-যেনো
লাল পাহাড়ী মাটি।

ভাবে ভালো থাকি অতি
কল্পনাতে বাস যে
সময়গুলো কাটে আমার
মুগ্ধতাতে খাস-যে।

এটা তুমি মিছা কইছো
কবিতা তো নয় গো
লিখে পোস্ট করতে আমার
মনে লাগে ভয় গো।

তুমি বাপু ছড়া লিখো
ছন্দে থাকে ঠাসা
তুমি হলে ছড়াকার এক
ছড়া কাব্যের চাষা।

ছন্দ ছাড়ো ছড়ায় ছড়ায়
মিথ্যা বলে লাভ কি
কবি তুমি জানি সবাই
ধরে আছো ভাব কি?

নই লেখিকা আমি-শুনো
ছন্দ মাত্রা ঠিক নাই
আবুল তাবুল লিখে টিকে
তাতে সুখে চিকরাই ( চিৎকার)।

এটা কিন্তু সত্য কথা
লিখে ফেলি ঝটপট
ছন্দ মাত্রা যাক না ভেস্তে
লিখতে যে মন চটপট।

ভালোবাস ভাল কথা
শুদ্ধতাতে বাসো
সর্বনাশ যা হবার হলো
এবার একটু হাসো।

জন্মদিনের শুভেচ্ছা’টা
দিলে মোরে আজি
তোমার জন্য হাজার ছড়া
লিখতে আমি রাজি।

খালি মুখে হবে নাকো
উপহার’টা কই-গো
কখন আসবে উড়ো ডাকে
অপেক্ষাতে রই-গো।

দোয়া নিলাম বক্ষ পেতে
দিলাম তোমায় দোয়া
আমার তরেই মনটা তোমার
হাজার বার যাক খোয়া।


২৪-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।