শুভ জন্মদিন
- কাজী ফাতেমা ছবি

ভালোবাসায় হলাম বিভোর
মুগ্ধতার এক প্রহর এলো
খুশির বানে মন যে আমার
লাগছে বড় এলোমেলো।

আনমনাতে থাকতে ইচ্ছে
ভাবনাগুলো যাক না খেলে
কল্পনাতে উড়বো আজি
ইচ্ছে ঘুড়ির ডানা মেলে।

ভালো লাগার একটি দিবস
আমার হয়ে না হয় থাকুক
সবাই আমায় একটু আধটু
এই দিনটিতেই মনে রাখুক।

ভাদ্র মাসের এই দুপুরে
জন্মদিনের হাজার খবর
শুনে আমার প্রাণটা চঞ্চল
খুশিতে যে লাগছে জবর।

ভালবাসার উপহারে
সিক্ত আমি উচ্ছ্বল সুখে
এত ভালবাসা আহা
কি করে থুই ছোট বুকে।

আশে পাশের ভাই বন্ধুরা
ভালবাসা দিলাম ছুঁড়ে
রেখে দিয়ো বুক পকেটে
যতই আমি থাকি দূরে।

বোনটি আমার বোন’রা আমার
অন্তর থেকে ভালবাসা
জীবন কাটুক উচ্ছ্বলতায়
থাকুক আরো সুখে ঠাসা।

ব্যস্ত থাকি শত কাজে
উত্তর দিতে দেরী হলে
রাগ করো না তোমরা সবাই
এই কথাটিই যাচ্ছি বলে।

স্কুল বাচ্চা অফিস সাথে
হাজার কাজের মাঝে থাকি
পারি নাকো ইচ্ছে হলেও
দিতে কাজে একটু ফাঁকি।

আসবো আবার ফিরে আমি
অপেক্ষাতে থেকো আমার
তোমার আমার সবার মাঝে
গড়ে উঠুক সুখের খামার।


২৪-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।