ছোট কবিতা ১-৫
- কাজী ফাতেমা ছবি
১। মনটা তো আমার সবুজই ছিলো-সবুজের ভিতর লাল রক্ত
তোমার দেয়া কষ্টে রক্ত হলো জল..... ভাল নেই এ বেলা এ অক্ত
ক্ষত চিহ্ণে ব্যথার জ্বলন-চুয়ে চুয়ে হয় কষ্টের স্খলন
তুমি মুখ ফিরিয়ে থাকো সদা-হয় না কিছু মন খুলে বলন।
২। তোমার দেয়া কষ্টে দেখো আমি লাল হয়ে গেলাম-দেখো -দেখো-না
দোহাই লাগে বুক ক্যানভাসে আর ব্যথার ছবি এঁকো না
সময়গুলো ফুরিয়ে গেলে-তুমি হারাবে মধ্য বয়স, শক্তি
বিষন্নতায় তবে তোমার বেড়ে যাবে খুব ভক্তি
তবে কি তাই চাও?
৩। চোখ চুয়ে যে জল গড়ায়, মুছে নেই না তা সহসা-তুমি দেখে যাও
আঙ্গুলের ডগায় তুলে নাও অশ্রু-নাও কষ্টগুলো গামে মেখে নাও
কিছু কষ্ট কিছু ব্যথা না হয় ঝরুক তোমার কপোল বেয়ে
এবেলা তুমি অশ্রুর বন্যায় নিজেকে নিয়ো নেয়ে।
৪। গোলাপের পাতায় বসে আছি নিরবে-মুক্তোর দানা আমি
তুমি এ পথেই হেঁটে যাও, তাই এখানেই এসে থামি
এসো-ছুয়েঁ দাও, মুগ্ধতা দিবো-দিবো এক ফুঁটা প্রেম
শুনো-না প্রেম বড় দামী, নয় দামী হিরে মতি কিংবা হেম।
৫। লাল শাড়ীতে বৃষ্টির ফোঁটা-পাড়ে সবুজ আলো
এই দেখো-না মুগ্ধতার ক্ষণ-বইছে হাওয়া নিরিবিলি
বসো পাশে-গল্প করি-লাগবে তোমার ভালো।
ধুর বাবা-ক্যালকুলেটর দাও থুয়ে-ক্লান্তি দিবো সব তোমার ধুয়ে।
২৪-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।