ছোট কবিতা-৬-১০
- কাজী ফাতেমা ছবি
৬। পাতায় পাতায় লেগে আছে-হাজার মুক্তো দানা
এই চলো-না দুজন মিলে গাই-দু:খ সুখের গানা
মনের মাঝে বসল এসে-সুখের প্রজাপতি
কি-যে করি আবোল তাবোল-ঠিক নেই আর মনের গতি।
৭। উষ্ণ হাওয়ায় যাচ্ছো গলে-কষ্ট দেহ মনে?
কাঁপবে নাকি এবেলাতে প্রেমের শিহরণে?
আকাশ ভেঙ্গে নাম বৃষ্টি ঝমঝমাঝম
টিনের চালে হচ্ছে আওয়াজ গমগমাগম
চলো ভিজি-কি ভিজবে?
৮। সবুজ বরণ দেহ আমার-মনটা গোলাপ কুড়িঁ
ডাকছি তোমায় মন বাড়িয়ে- কুঁড়াবে সুখ নুড়ি?
যদি তুমি ভালোবাসো-দিবো গোলাপ মালা
দুজন মিলে থাকবো না হয়-ছনের ছাউনি চালা।
৯। সুখের নুড়ি বসে আছে গাছের পাতায় পাতায়
লিখবো কাব্য তোমায় নিয়ে-মন ডায়রিটার পাতায়
শিরোনামে থাকবে তুমি-তুমি কাব্যের দেহ
বৃষ্টির ফোঁটা মতই ছুবো -দেখবে নাতো কেহ।
২৪-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।