ছোট কবিতা ১১-১৫
- কাজী ফাতেমা ছবি
১০। পাতায় পাতায় লেগে আছে-স্নিগ্ধ সুন্দর বৃষ্টির ফোঁটা
জীবন বড় সুন্দর মোদের-নয় তো কুশ্রী কি ঝোঁটা
এসো দুজন সুন্দর কুঁড়াই-বুকের বামে রাখি
সুন্দর এই দিনগুলো যে দিবে মোদের ফাকিঁ।
১১। চোখের ঔষধ দিবো তোমায়-যদি থাকো রাজি
লাগবে ভালো-বাড়বে জ্যুতি, রাখতে পারি বাজি
তাকাও তাকাও দৃষ্টি জুড়ে-সবুজ সবুজ পাতায়
ঝরবে দেখো সুখের বৃষ্টি-বুদ্ধু তোমার মাথায়।
১২। তুমি আমার ময়না তোতা-যদি বলি টিয়া
উচ্ছ্বাস উঠবে তোমার মনে-নাচবে সুখে হিয়া?
তুমি হবে সবুজ পাতা -আমি হবো বৃষ্টি
বৃষ্টি পাতায় মাখামাখি-ক্ষণ যে হবে মিষ্টি
১৩। সবুজে রাখো চোখ- বসো সবুজ ঘাসে
চলো দুজন স্বপ্ন দেখি-মত্ত হই প্রেম চাষে
নগ্ন পায়ে হেটে হেটে-হাঁটবে পথে সাথে
রাখবে ধরে আলগোছে গো-শক্ত লোহার হাতে?
১৪। বৃষ্টি হয়ো তুমি কভু-আমি হবো সবুজ
ঝরে পড়ো যখন তখন-হয়ো যেয়ো অবুঝ
তুমি আমি মিলেমিশে-প্রেমের বাড়ি গড়ে
সাজাবো প্রেম ভালবাসা-আর সুখ থরে থরে।
১৫। এমন একটি ভেজা দিনে তুমি কি আমার চলার সাথী হবে? যাবে হেটে হেটে সারি সারি বৃক্ষের পথ মাড়িয়ে?
লাল নীল শত রঙ বুনোফুলে মেলা দেখে, মুগ্ধ আবেশে-চলতি পথে হঠাৎ যাবে কি দাড়িয়েঁ?
কিছু ফুল কিছু ভুল হাতের মুঠোয় পুরে-দিবে কি পরিয়ে আমায়
এই শুনো না- তোমার মনের যত রং আছে ছড়িয়ে দিবে কি আমার নীল জামায়?
২৪-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।