কাব্যকনা ১-৫
- কাজী ফাতেমা ছবি
১। বন্ধ দেউড়ির খিল- সে-কি লোহার না তামার. স্পর্শ না করতেই দেখো মরিচা পড়ে গেছে খিলে। তেমন মন দেউড়িটা বন্ধই রাখলে, নরম আঙ্গুলের স্পর্শেও দাও না খুলে-ফিরে যাই বারবার আশাহত মন নিয়ে।
২। মেজাজে ঝাল মাখিয়ে মুখিয়ে থাকো কখন আমায় করবে ধরাশায়ী, বলি- মুখে মধু নেই কেনো তোমার, এসো তোমার ঠোঁট সেঁটে দেই মৌ-পোকার বাসায়-শিখে যাবে তখন মধু কথা।
৩। বৃষ্টি ধুয়ে নিয়ে যায় পাতার মলিনতা। কিন্তু চোখের বৃষ্টি তোমার ভিতরবাড়ি পরিশুদ্ধ করতে পারে না, ব্যর্থতার নীল মালা পরে একটি সবুজ দিনের অপেক্ষায়।
৪। জারুল রঙ প্রেম দিয়োনা, এ বেগুনি রশ্মি আর সহ্য নয়-বরং কচুরিপানা প্রেম দাও, তুমি হও কচুরি ডোবা জল আর আমি ভাসতে থাকি তোমার বুকে কচুরিপানা হয়ে।
৫। স্বপ্ন বুক পকেটে নিয়ে ওড়ে যাচ্ছো দৃষ্টির সীমা ছেড়ে। ভেবেছো নীলের ওপ্রান্তে পৌঁছে বিরহে নীল বৃষ্টি হবে-ঝরবে আমার উপর- তার চে গোধূলির রঙ নিয়ে ফিরে এসো-উর্ধ্বমুখি তাকিয়ে।
২৪-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।