কই হারালো ভালোবাসা
- কাজী ফাতেমা ছবি
ইচ্ছে হলেই পাই না কাছে
হাতের মুঠোয় সুখের স্পর্শ
না জানি সুখ কোথায় আছে
কত দূর সে আলোকবর্ষ।
ভালবাসা নাই কিছুতে
চোখের তারায় বুকের ভাঁজে
নাই অধরে আগ পিছুতে
খুঁজে ফিরি সকাল সাঁঝে।
নেইকো কোথাও ভালবাসা
সূতোয় বোনা প্রেম চাদরে
অনুভবে মুগ্ধতাতে
প্রেম জড়ানো নেই আদরে।
ইচ্ছে হলেই পাই না মনে
কারো স্পর্শ শিহরণে
ভালবাসার অনুরাগে
পাই নাকো সুর অনুরণে।
কোথায় রইল ভালবাসা
পাই না তারে ইচ্ছে হলে
হাতের নাগাল হতে দূরে
না পেয়ে হায় চিত্ত জ্বলে।
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৭
২৪-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।