ঈদ কাব্য-১
- কাজী ফাতেমা ছবি
১।
থাকুক যত রাগ অনুরাগ-ভাইয়ে ভাইয়ের সাথে
রাগ অভিমান যায় মিশে যায়-ঈদের আলোর প্রাতে।
বুকের সাথে বুক মিলিয়ে-ঠোঁটে সুখের হাসি
ঈদ আনন্দে সুখ কুঁড়াতে-আমরা ভালবাসি।
কেউ থাকি না বেজার মুখে-খুশি প্রাণে প্রাণে
যায় ভেসে যায় মানুষগুলো-ঈদ আনন্দের বানে।
নামায শেষে কোলাকোলি- একে অন্যের সনে
কষ্টগুলো দূরে পালায়-সুখ যে সবার মনে।
দ্বীন দুঃখিরা মাংস কুঁড়ায়- লোকের দ্বারে দ্বারে
বেলাশেষে নুয়ে পড়ে-মাথা মাংসের ভারে।
কষ্ট হোক না তবু খুশি-উচ্ছ্বাস ভরা মনে
ব্যস্ত সবাই দিনটি ধরে-খুশি আহরণে।
কেউ-বা ঘুরে-সেলফি তুলে-কেউ বা ঘরে রাঁধে
কেউ বা থালায় মাংসের ঘ্রাণে-নাকটি ডুবায় স্বাদে।
২৪-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।