ঈদ কাব্য-২
- কাজী ফাতেমা ছবি
২।
রাতের আঁধার কেটে গেলে ঈদের আলো হাসে
চারিদিকে সুখ আনন্দ - হাওয়ায় হাওয়ায় ভাসে।
ঈদের খুশি ঈদের হাসি, সকাল বেলার মাঠে
ঈদ নামাযে শরীক হতে দলে দলে হাঁটে।
সেমাই পায়েস মুখে নিয়ে তৃপ্তির ঢেঁকুর তুলে
হিংসা বিদ্বেষ রাগারাগি -যায় যে সবে ভুলে।
আয়োজনের নেই বাকি নেই-কেনাকাটা হাঁটে
ছেলে মেয়ের পড়া বন্ধ- মন বসায় না পাঠে।
যা ইচ্ছে তাই সুখ কুঁড়াতে-ব্যস্ত থাকি সবাই
কোরবানীতে করে মানুষ-মনের পশু জবাই।
২৪-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।