ঈদ কাব্য-৩
- কাজী ফাতেমা ছবি

৩।
সুখের সীমা নাইকো তবু-মন যে কাঁদে আমার
মায়ানমারে গড়ে উঠলো-যেনো লাশের খামার।

নাই বাড়ি ঘর নাইতো আবাস গুঁজবে কোথায় মাথা
নিজের দেশে পায়ে পায়ে-মৃত্যুর কূপ’টা পাতা।

করুণ তাদের জীবন যাপন-কান্না জীবন সাথী
জীবন তাদের আঁধার কালো-কেউ জ্বালায় না বাতি।

নদীর উপর ভাসছে জীবন-ঈদের খুশি মাটি
নিজের দেশে ঠাঁই হলো’না -নদীর বুকে ঘাঁটি।

নাফ নদীতে ডুবল নৌকা-মরল শিশু নারী
ঈদ আনন্দ জলে ভাসে-জলেই ওদের বাড়ি।

রক্তে ভাসে বার্মা দেশটি-হিংসেয় জ্বলে বৌদ্ধ
মুসলিম নিধন করতে চলছে-দিবানিশি যুদ্ধ।

ছোট শিশু কাঁদছে ক্ষিধায়- মায়ের বুকে পড়ে
তাই-না দেখে মায়ের চোখে-কষ্টের অশ্রু ঝরে।

মুসলিম মরলে কেউ কাঁদে-না-বিশ্ববাসি চুপ যে
রোহিঙ্গারা জ্বালায় মনে-বুকে কষ্টের ধূপ যে!

বুকে গুলি মেরে ওরা-খিলখিলিয়ে হাসে
মাতল ওরা রক্ত খেলায়-নারী পুরুষ নাশে।

অত্যাচারের দৃশ্য দেখে- মন'টা কাঁপে ভয়ে
বিশ্ব হতে মানবতা - যাচ্ছে ধীরে ক্ষয়ে।

০২-০৯-২০১৭

সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০৮


২৪-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।