স্মৃতির আঁধারে
- আবু নাছের জুয়েল
মাঝে মাঝে রেললাইনে বসে একলা আনমনে,
চয়ে থাকি দূরের পাহাড়ের পানে
চারপাশের নিস্তব্দতা গিরে ধরে আমায়
মনে হয় আমি পড়ে আছি দূরে তুমি স্মৃতির আঁধারে৷
ঝক ঝক শব্দ তুলে যখন ট্রেন চুটে যায়
ক্ষানিকের এই কলরব আমায় নিয়ে যায়
নিস্তব্দতার আরও গহীনে
মনে মনে বলি,
আমি পড়ে আছি দূরে আর তুমি স্মৃতির আঁধারে৷
দূরন্ত সেই ট্রেনের পানে চেয়ে থাকি
অতৃপ্ত এ মনে বলে এই ট্রেন ই হয়তো শেষ ট্রেন
এট্রেনেই আমার প্রিয়া হয়তো চলে যাচ্চে
রিছুই করার থাকে না ,কিছুই করতে পারি না
মনে মনে শুধু বলে,
আমি পড়ে আছি দূরে,আর তুমি স্মৃতির আঁধারে৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।