=চোখে কেবল অন্ধকার আসে নেমে=
- কাজী ফাতেমা ছবি

চির ঘুমে যেদিন আমি
থাকব আঁধার গোরে
কেউ কি এসে নাড়বে কড়া
আমার বন্ধ দোরে!

কেউ থাকবে না পাশে আমার
নিঝুম একলা একা
কেউ কি তখন আসবে করতে
আমার সাথে দেখা!

মোমের আলো জ্বালবে কি কেউ
আমায় ভালবেসে
আমার কষ্টে কেউ কি যাবে
খিলখিলিয়ে হেসে!

সর্প বিচ্ছু যখন আমায়
দংশন করবে এসে
কেউ কি তখন বাঁচাবে গো
বসবে কাছে ঘেঁষে।

মাটি যখন এপাড় ওপাড়
চেপে ধরবে জোরে
আটকাবে কি কেউ এসে হায়!
বাঁধবে বাহুডোরে!

দাউদাউ করা আগুন হল্কা
পুড়তে যদি আসে
পানি ঢালতে আসবে কি কেউ
থাকতে আমার পাশে।

কেউ হবে না আপন আমার
হবে না কেউ আশা
এই দুনিয়ায় দেখাও কেনো
এতো ভালবাসা!

একলা এসে একলা যাবো
কেউ নই কারো আপন
এই দুনিয়ার মোহে পড়ে
সুখের জীবন যাপন।

আমি মোহ তুমি মোহ
ক্ষণস্থায়ী সকল
ভালবাসা কাছে আসা
সবই যে ভাই নকল!

এক লহমা করলে চিন্তা
আহা কষ্টের মরণ
থাকতে কি আর দিবে যমে
ধরলে গো তার চরণ!

ভাবতে বসে দীর্ঘশ্বাসে
মুহুর্মুহু কষ্ট
কেনো তবে ছুটছি মোরা
পথ ধরে সে ভ্রষ্ট!
November 30, 2016
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩১


২৫-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৫-০২-২০২৫ ১২:৩২ মিঃ

।দারুণ লেখনী

কাজী ফাতেমা ছবি
২৫-০২-২০২৫ ১৩:১৭ মিঃ

অনেক ধন্যবাদ কাওসার
ভালো থাকুন