= কান পেতে আছি, চলো কথাটি শুনবো বলে=
- কাজী ফাতেমা ছবি
এই দেখবে এসো-উঁচু হতে পাহাড়-আহা সবুজে সবুজে আচ্ছাদিত আমার জন্মভূমি
এতদিন খড়কুটো দেখেছো....... শুকনো পাতার মর্মর ধ্বনি তুলে হেঁটেছো শুস্ক পথ ধরে
এবার এসো-দুচোখ মুগ্ধ করবে এসো-ধরো হাত-খুব উঁচুতে দাঁড়িয়ে দেখি যতদূর চোখ যায়।
নীল সীমানা ছুঁয়ে সবুজের সমারোহ, আমি তুমি দেখবো বলে ঠাঁয় দাঁড়িয়ে আকাশ ছুঁয়ে
এই জানো কি-সুশীতল ছায়াঘেরা পথ আছে লুকিয়ে পাহাড়ের গা ঘেঁষে
কুহু কুহু সুর অথবা বৈচিত্র সুরের অনুরণন বাজছে ঐ শুনো গাছের পাতায় পাতায়,
নি:শ্বাস টানো জোরে-ছেড়ে দাও স্বস্তিতে, চোখ বন্ধ করো-খুলে ফেলো-
দেখো কতটা মুগ্ধতা ছড়িয়ে আছে পাহাড়ের গায়ে গায়ে!
এখানে কি নেই শুনি-কলকল ঝর্ণা আছে পাহাড়ের বুক বেয়ে নেমে গেছে দূর দূরে
আহা কি স্বচ্ছ জল, টলমল-জলের আয়নায় দেখি চলো-তোমার আমার মুগ্ধতার ছবি।
জলের ছায়ায় কে কথা কয়-এই তুমি কি বলে গেলে ভালবাসি-জল তুলেছে সুর
আঁকাবাঁকা ঢেউয়ে ভেসে যাচ্ছে, দেখো -দেখো শুকনো পাতার নাও
চলো নাওয়ে বসে ভেসে যাই কিছুটা ক্ষণ সুখের তরে-
ও পাতা নিয়ে যাবি জলের অতল গহবরে? শান্তি নিবো নি:শ্বাসে টেনে খুব শান্তি।
জলের তলায় কি রাজপ্রাসাদ আছে? তুমি হবে কি আমার সুলতান সুলেমান
আমি হুররাম হবো-মাথায় সবুজ পাতার মুকুট-আর পায়ে ঝরা পাতার নুপূর।
চলো কল্পলোকের সিঁড়ি বেয়ে নেমে পড়ি পাহাড়ের বুকে-খুঁজে নেই সুখ
চোখ ভরে সবুজ আলো কুঁড়াই আর সকল ক্লান্তি এখানেই ঝেড়ে ফেলে দেই
তুমি রাজী হবে? নাকি গুয়ার্তূমির বুকে শুয়ে আমায় না করে দিবে?
বুঝেছি তুমি পাথর শুষ্ক মানুষ-রঙ নেই তোমার মনে-বিবর্ণতা ছেয়ে আছে তোমার মন আকাশ
রাজী হলে নাতো-কি যে মিস করলে বাপু, এসব নিয়ে তুমি ভাবো না কখনো
মুগ্ধতা তোমাকে কেনো ছুঁয় না বুঝি না! তুমি কেবল খেতে আর শুতেই জানো উফ্!
সময় কিছুটা বাকি আছে এখনো-বলে দাও, এই চলো যাই-পাহাড়ের বুকে হেঁটে আসি
কান পেতে আছি অপেক্ষায়-চলো কথাটি শুনব বলে।
২৫-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।