=পাখি তুমি একলা পাখি=
- কাজী ফাতেমা ছবি
বলেছিলাম না-পাখি তুমি একলা পাখি, হবেই হবে
ছায়া দিবে না আর সবুজ সবুজ বৃক্ষ তরুর পল্লবে।
ডালের ফোঁকর গলে রোদ্দুর এসে জ্বালাবে তোমায় জ্বালাবে গো
ডানা ভাঙ্গা পাখি তুমি, আমায় ছেড়ে পালাবে দূরে আর কোথায় পালাবে গো!
দৃষ্টি তাক করে এবেলা কাকে খুঁজছো বলো দেখি
তুমি জানতে, আমার ভালবাসা প্রেম ছিলো না এক বিন্দু মেকি!
নিলে তবু উচ্ছ্বসিত সেই দিনে, মুখ ফিরিয়ে
মন কেঁপেছিলো নীল ব্যথার কাঁপনে থিরথিরিয়ে!
দৃষ্টির সীমানায় আর দেখি-নি তোমায়-গেলে চলে বহুদূরে
হুম-এখন পুড়ছো প্রেম খরায়, জ্বলছো ভালবাসাহীন চৈত্রের রোদ্দুরে।
এদিক ওদিক তাকিয়ে কাকে খুঁজো ও পাখি বলো না আমায় বলো না
কষ্ট শুনতে চাওয়ার এ আমন্ত্রণ তুমি দলো না দু পায়েতে দলো না!
অথচ একবার পিছনে তাকাও-এখনো অপেক্ষায় আছি দাঁড়িয়ে
ডাকো কেবল একবার তুমি আমায় মন বাড়িয়ে!
দ্বিধাদ্বন্দ্ব পিছন ঠেলে বসব উড়ে তোমার পাশে-আমি পাখি হবো পাখি
ডেকে পাশে যেয়ো না আবার উড়ে-দিয়ে আমায় ফাঁকি।
তুমি যদি চাও উড়ব পাশে-সবুজ দিগন্তে
তুমি যদি চাও ভাসব তোমায় নিয়ে নীল সীমান্তে।
তুমি যদি চাও হাত ধরে হেঁটে যাবো বহুদূর-দৃষ্টির সীমা ছেড়ে
তুমি যদি চাও কষ্ট ক্লান্তি আর আছে যত অভিমান ফেলে দিবো ধূলায় ঝেঁড়ে।
পাখি তুমি মুখ ফিরাও-কথা বলে যাও-ময়না হও টিয়া হও-হও পাখি তোতা
অবহেলায় আর করো'না তোমার অনুভূতিগুলো ভোঁতা।
অনুভবে নাও টেনে নাও মনের কাছাকাছি
বন্ধ চোখে দেখো ভেবে-আছি তোমার মনের কাছেই আছি।
উড়লে উড়ব দুজন সাথে
ধরে হাত হাতে,
দু:খ সুখের এই দুনিয়ায় থাকলে পাশাপাশি
সমঝোতায় জীবন সুন্দর-দেখে নিয়ো-হবে সুখে ভাসাভাসি।
২৫-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।