=ভালোবাসি দেশটারে=
- কাজী ফাতেমা ছবি
আকাশসীমা ছুঁয়ে সবুজের সমারোহ-সে আর কোথায় পাবে শুনি?
যতদূর চোখ যায়, সবুজ আর সবুজ-এই সবুজেই সুখের স্বপ্ন বুনি।
মন দোলে স্নিগ্ধ হাওয়ায়-ঐ'যে ক্ষেতের আল ধরে মন ছুটে যায় দূরে
আঁকাবাঁকা পথ পেরিয়ে দূরের গাঁয়ে-খুব অচেনা যেথায়-হারাই আমি
কি-যে এক মুগ্ধতার ঘোরে।
নির্নিমিখ চোখ খুঁজে ফিরে বকের সারি-গরুর পাল আর পালতোলা নাও
ঐ-যে দূরে জলে ভরা নদ, দৃষ্টি রাখো দূরে-এই তুমি দেখতে কি পাও?
কুয়াশার আবরণে ঢেকে গেছে দূরের গা, চলো গায়ের সীমা ছুঁই-হাঁটি
জলে কাদায় মাখামাখি পথ-ক্ষেতের সবুজ আলে কুয়াশা ভেজা মাটি।
টুকরো টুকরো সবুজ জমিনে-কত সুখ স্বপ্ন কৃষান কৃষানী থুয়েছে রোয়ে
ঝকঝকাঝক ট্রেনে চেপেছো-জানলা খোলো-কত মুগ্ধতা-দেখো নুয়ে।
মুগ্ধতা টানছে কেবল আমায়-ঘুমিয়ো না আর, চোখ রাখো খোলা
ঘুমে মগ্ন সারাবেলা-এখন তখন-ঘুমে হলে কেনো আত্মভোলা!
কত স্নিগ্ধ প্রহর কত মুগ্ধতা বেলা-চলে যায় আঙ্গুলের ফাঁক গলে
তুমি দেখলে না কিছুই, বুঝলে না, অনুভবে নিলে না মুগ্ধতা-
পানসে সময়, তুমি পাশে-ঘুমে পড়ো ঢলে।
মুগ্ধতা কুঁড়াই একাকি, সবুজে সবুজে ঘুরি-উড়ি সারাবেলা
আমার দেশ'টারে দেখতে আমার- কভু নেই অবহেলা।
জন্মেছি এই দেশে-সোঁধা মাটির ঘ্রাণে বেঁচে থাকি মুগ্ধতার রেশে
ছয়টি ঋতুর রূপ রঙের আবেশে।
ভালোবাসি দেশ'কে আমার ভালেঅবাসি মানুষ
এই দেশেতে থাকি আনন্দে-উড়াই সুখের ফানুস।
২৫-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।