=এসো মুগ্ধতা শিখাই=
- কাজী ফাতেমা ছবি
কুয়াশা ভেদ করে সেই যে যাচ্ছো-পিছু ফিরে দেখলে না
চারিদিকে চোখ বুলিয়ে মনোলোভা দৃশ্য মনে আঁকলে না!
এত তাড়া কিসের তোমার? নি:শ্বাস টেনে ছেড়ে দেয়ার সময় নেই?
তোমার হাত ধরে মুগ্ধতার কিনারে টেনে আনি যেই,
কেবল বলো চলো নীড়ে ফিরে যাই-চলো বয়ে যায় বেলা,
বলি-গোধূলী এলো না এখনো-
চেয়ে দেখো এখনো বসেনি এখানে সন্ধ্যার আলোছায়ার মেলা।
কুয়াশার চাদর গায়ে জড়িয়ে এসো খানিকক্ষণ এখানে দাঁড়াই
যতদূর চোখ যায় সবুজে চোখ গুঁজি-উঁচু পাহাড়ে মন হারাই।
স্যান্ডেলজোড়া খুলে রেখে এসেছি-বহুদূর, ফেলে রেখে যাবো কি?
ফিরে এসো এখানে-পিছন তাকাও-বলো না? এমন প্রহর আর পাবো কি?
জোতায় মুড়ানো পা তোমার কেবল হন্তদন্ত পথ চলো ছুটে
তোমার কি সবুজে চোখ রাখতে তৃষ্ণা নেই মোটে?
ধূলো মাটির দেহ-এসো পায়ে ধূলো মাখাই
সামনে পিছে ডানে বায়ে মুগ্ধতা আহরণে ঘুরে ঘুরে তাকাই!
ক্যামেরার শাটারে ক্লিক-ছবি হয়ে যাক স্মৃতির দেয়ালে
দেখো ফিরে-মন ক্যানভাসে আঁকি তোমার ছবি-
থাকো তুমি কোন সে খেয়ালে?
আচ্ছা সামনেই তাকাও-দেখো পাহাড়ে পাহাড়ে সখ্যতা-আলিঙ্গনে জড়িয়ে
মাথা উঁচু করে ঠাঁয় দাঁড়িয়ে ওরা প্রেম শিহরণে মন রাখে ভরিয়ে!
তুমিই কেবল পানসে মানুষ-কিছুই মন তোমার টানে না, চুপসে সারাক্ষণ
কিসে তুমি সুখ খুঁজো শুনি-কোথায় লুকিয়ে তোমার সুখ অনুক্ষণ?
এবেলা এসো তোমায় প্রেম শিখাই, ছন্দগুলো ধরিয়ে দেই গলায়
ভালবেসে পাশাপাশি চলো সঙ্গী হই, আগামীর পথ চলায়।
কি সঙ্গী হবে তো? উদারতায়-লুকোচুরি নয়-যা বলো অকপটে
তোমার ছবিটাই তবে প্রেম তুলিতে এঁকে রাখব মন পটে।
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৫
২৫-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।